Sunday, August 21, 2011

স্বপ্নভঙ্গ -- মেঘমল্লার

আজ চাঁদের হাসি বাঁধ ভেঙেছে ..... তোমার মুখে আলো ....

দীর্ঘদিনের প্রতীক্ষা.... বধূঁ কেমন লাগছে বলো ?
বেঁধো মোরে বাহু বন্ধন ডোরে, ছেড়োনা কো কভু তা
রবে মোর পাশে চিরকাল- যেন হয়না অন্যথা।
তুমি সুন্দর তুমি অনন্ত অন্তরে মম নববসন্ত
আজিকে দিলাম কথা- এই মনে রবেনা অন্য কেহ।

দুজনের ওই স্বপ্নগুলো মিলিয়ে নেওয়ার ক্ষণ-

ফুলশয্যায় নিভৃতে নিকটে পাশাপাশি দুটি মন।

আজি এ প্রথম রাতে কিছু দিতে মন চাইছে গো ভারি
বলো বলো বধূঁ কি চাও আমায়?
না বললে পরে আড়ি।

চাইনা কিছুই টাকাকড়ি বাড়ি গাড়ি বা মুক্তহার
শুধু চাই আমি চিরদিন পাশে থাকতে ওগো তোমার।
তোমার যা কিছু আছে প্রিয়তম তাতেই আমার হবে,
শুধু কথা দাও ভুলবেনা মোরে যেখানে যখন রবে।
সাধারণ মেয়ে আমি তেমনই থাকতে চাই,
শুধু একটিই বাসনা ছিলো গো যদি বা সুযোগ পাই।

কি চাও তুমি? বলো, বলো মোরে,
এখনি লুটায়ে দেব গো চরণে।

ধীরে ধীরে সখা, এত তাড়া কিসে?
বলতে যে ভয়, বুঝবে তো শেষে ?

তবু বলো আমি শুনতে যে চাই,
রইলো প্রতিশ্রুতি-
যা চাও তুমি, চেষ্টা করব তাই।

নিজের জন্য চাইনা কিছুই সাধ শুধুই গো একটি
অনাথ শিশুকে মানুষ করব ভেবেছিলাম, সত্যি।
নাই বা দিলুম দান, নাই কিনলাম গাড়ি,
পেয়েছি অনেক- তারি থেকে সখা ভাগ তো দিতেই পারি?
একটা ছোট্টো শিশু জানে না যে কিছু,
এ জগত সংসারে ঘটছে কত কিছু ।
অবহেলা যার কপালের লেখা সে নয় পেল আদর
যা কিছু আছে আমাদের কাছে তাতে কি হবে না বড়?
রবে পাশাপাশি আমাদের সন্তান
নাহি তাতে সংশয়,
মিলেমিশে বেঁচে থাকার মন্ত্র
 এসো দুজনে মোরা শেখাই।
একটু একটু করে যদি করি সবাই মিলে,
তবে না একদিন মুক্ত হবে
ওইসব ছেলেপুলে!
একি অনাসৃষ্টির কথা? ভাবো না বলার আগে?
তুমি বলছো বলে-
কিছু টাকা নয় দিয়েই দিলাম আশ্রমটার ভাগে।
জাত-কুল তার নাই কোন ঠিক্‌! কেমনে রাখব ঘরে?
ব্রাহ্মণ আমি জানোই তো সেটা আগে।
কত হ্যাপা জানো তা কি? জানো না ওসব মুশকিল রাখা ঘরে?
এরওপর নাকি “মোর” সন্তান থাকবে “ওটার” পাশে?
হাসালে আমায়- এমন বুদ্ধি, কেমনে মাথায় আসে?
ওসব কথা ভুলে যাও তুমি মনে রেখোনাকো কভু,
অন্য কিছু চাও যদি তুমি ভেবে দেখবো তবু।
আজ আমার আখিঁ তোমার নয়নতলে মনের কথা আঁকে,
একটু আলাদা নও তুমি প্রিয় অন্য সবার থেকে
একটু হৃদয়ে যা ঘটে গো স্বামী, একটু ধনে কী তা জোটে?
হে প্রিয়তম, কেন এই অবহেলা?
ছোট্টো একটি শিশুর কিবা দোষ এই বেলা?
জানেনা যে জন অন্য কিছুই জাতপাতের এই খেলা?
পরকে আপন করার মন তো তোমার আছে,
তা না হলে কেন বল তুমি মোরে ডেকে নেবে কাছে?
সেকি শুধুই পিতার পরিচয়?
আমাকে সমাজে ঠাঁই করে দেয়?
নিজ পরিচয় পাব বল কবে?
এ যুগে কি আর হবে?
চারিদিকে তো কত্তো কিছুই ঘটছে প্রতিক্ষণ
ইচ্ছে আছে তবু নাহি হবে মোর স্বপণ পূরণ!

চোখের জলের বাঁধ ভেঙেছে... আজ আমার মুখ কালো...
এতদিনের বাসনা ভুলতে কেমন লাগবে বলো?
আজ থেকে জেনো হলাম তোমার সাতপাকে বাঁধা বউ-
সহধর্মিণী হব নাকো কভু- যোগ্য তো তুমি নও।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই