Wednesday, August 24, 2011

আপদ বিদায় -- নির্মাল্য

আজকাল আর দুঃখ হয় না,
একটুও না।
দুঃসংবাদ-পত্র জুড়ে দাঙ্গা, খুন, ধর্ষণ-
অভ্যস্ত হয়ে আসা বুদ্ধিটাকে
একটুও নাড়া দেয় না।
বর্ষার রাতে বিরহীর কান্না- শুনতে পাই না মোটেই।
কিংবা স্মৃতি হাতড়ে

 আগামী’র জন্য পাথেয় খোঁজার স্বপ্নও দেখি না।
চোখের জল?
সে তো সময়ের চেয়েও দামী-
সহজে দেখা দেয় না তো!
চারদিকে ‘নেই-নেই’ চিৎকার খুব পরিচিত লাগে,
কান দিয়ে ঢোকে বটে- চিন্তিত করে না।
কই, তাও তো সূর্য উঠছে, নীল বলটা ঘুরছে একইভাবে।
আমিও তো দিব্যি বেঁচে আছি।
রহস্যটা জানতে চাও?
হাসিমুখে বিদেয় করেছি-
‘মন’ আপদটাকে।



About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই