Thursday, September 15, 2011

সাক্ষাৎকার- পথিক গুহ (Pathik Guha Interview)

বহুদিন লালিত স্বপ্ন আমাদের- বাংলায় বিজ্ঞান নিয়ে নিয়মিত এক কলম। সেই পথে প্রথম পদক্ষেপ- আজ এক প্রতিষ্ঠিত বাঙালি বিজ্ঞান-লেখকের সাক্ষাৎকার।

এই ব্লগের অধিকাংশ সদস্য যে প্রজন্মের, পড়ুক না পড়ুক, সেই প্রজন্ম পথিক গুহ(Pathik Guha)র নাম বিজ্ঞান লেখক হিসেবেই জানে। একই সঙ্গে প্রশংসিত ও সমালোচিত তাঁর লেখা সাধারণ বিজ্ঞান-বিমুখ বাঙালিকে আর কিছু না হোক বিজ্ঞান-কৌতূহলী করে তুলেছে। এত বছর পরও বাংলা মিডিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠানের বিজ্ঞান-গড় তাঁকে প্রায় একাই কুম্ভ হয়ে রক্ষা করতে হয়। এই মানুষটির সঙ্গে দীর্ঘ, খোলামেলা ও বিচিত্র বিষয়সমৃদ্ধ এক আলাপচারিতায় সম্প্রতি অংশ নিল ‘কথা’। নিচে থাকলো তারই কিছু নির্বাচিত অংশ-
(নিচের pdf টি লোড হতে সামান্য সময় দিন। ডানদিকের scroll button টি ব্যবহার করেই পুরো লেখাটি পড়তে পারবেন। নইলে নিচের next button ব্যবহার করেও দেখতে পারেন।)

[এঁর সাক্ষাৎকার অতীতে নিয়েছে 'পালকি'। 'এইখানে' তার লিঙ্ক। আমাদের চেষ্টা, যাতে নতুন সাক্ষাৎকার সব দিক দিয়েই 'নতুন' হয়।]




About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই