Monday, October 31, 2011

চশমা – খুকি -- রাকা


চৌকোণা এক পদ্ম-পুকুর, চারদিকে তার পদ্য ঠাসা
সেই যে দেশে চারচোখা এক চশমা-খুকির ছোট্ট বাসা।
চশমা-খুকুর চশমাটুকুর পোলকা নাচের পলকা ডাঁটি,
ছন্নছাড়ার বন্নমালায় খেলছে নিপাট খেলনাবাটি।
সব বেয়াদব সন্ধি-সমাস তার কাছে ঠিক জব্দ বুঝি
জলঝাঁঝিদের ঝাঁঝরি হাতায় ভাজছে দেদার শব্দকুচি।
সর্ষে-প্রমাণ ণত্ববিধান সম্বরা দেয় বিউলি ডালে
রেফ-রফলা ছিটকে উঠেই গান জুড়ে দেয়- ধুম মচালে!
ধূম না গোধূম কেউ জানে না, যন্তিপুরের যন্ত্রে পেষা
আলফাবেটের ছাল বেটে তার ঘণ্টে মেশায় হালহামেশা।
চাল-চালুনির দেখছ বেচাল ? চশমা-মেয়ের নাম জানো না ?
উড়কি ধানের তুর্কি-নাচন, ঝাড়ছে কুলোয় চশমা-সোনা।
ধাঁই কিরি যেই সন্ধ্যে ঘনায়, পাইকিরি দর অন্ধকারে
ক্লান্ত মুখে চশমা-খুকি চামচে দিয়ে ছন্দ নাড়ে।
রাত্তিরে যেই চারচোখে তার আড়চোখে যেই ঘুমটি আসে,
খেলনাঘরের জামবাটিতে টলটলে এক পদ্য ভাসে।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই