Monday, January 2, 2012

নামকরণের সার্থকতা -- খেঁদি - পেঁচি

 মাঝেমধ্যে ভাবি, আমাকে কি টিকিধারী গোলগাল নধরকান্তি পণ্ডিতদের মতো দেখতে? কই, আয়না
তো সে কথা বলে না! তাহলে জনতা আমাকেই কেন পাকড়াও করে তাদের নবজাতক/জাতিকাদের নামকরণের জন্য?? অকৃতজ্ঞের দল, নামকরণের পর অন্নপ্রাশন বলেও একটা ব্যাপার থাকে, কই তখন তো তোদের আমার কথা মনে পড়েনা!! নামকরণ বিষয়ে হিমানীশ গোস্বামীর রীতিমতো গবেষণা পত্র আছে, ‘হেডিং লেখা সহজ নয়’...তা ওনাকে গিয়ে ধর না, মানে, ওনার কাছেই ধর্ণা দে কিংবা গুরুদেবকে প্ল্যানচেট করে ডেকে আন...
সুধী পাঠক, ভাববেন না যে আমি অকারণে এত অভিযোগ করছিএত কথার পেছনে যুক্তিগ্রাহ্য
কারণ (বারি না মেশানো) আছে...
আমার মাস্তুতো বোন মালবিকা গাঙ্গুলির (আমরা লিলি বলে ডাকি) খোকা হয়েছেসেই খোকা ও তার মাকে দেখতে যেতেই লিলি ঘ্যানঘেনে সুরে বলল, ‘আমার ছেলেটার একটা গালভরা নাম দে না দিদিভাই’ ...
আমি অবাক হই লিলির আবদারে, লিলির খোকা লিলিপুট, এই তো জানিতার আবার গালভরা নাম? গালিভারের মতো? একটু বেশি বাড়াবাড়ি নয়?
লিলি অসন্তুষ্ট হয়আমি চাই অ কিংবা ম দিয়ে নাম শুরু হোকহয় অপরেশের অ কিংবা আমার মালবিকার
হুমম...আমি চিন্তিত মুখে বলি...তাহলে অপোগণ্ড রাখতে পারিস, কিংবা মালবিকার ছেলে মাল-পোখুবই সার্থক নাম
তোর শুধু খাইখাই বাই দিদিভাইছেলে দেখতে এসেই তুই পো-লাও বলেছিস, মালপোর চেয়ে আর কি ভাল নাম দিতে পারতিস তুই?’ লিলি ঠোঁট ফোলায়
যাব্বাবা, অপোগণ্ড আবার কোন খাবার? রাগিস কেন খামোখা? তাহলে অঙ্গুরীমাল রাখঅ দিয়ে শুরু, মাল দিয়ে শেষআর এখন তোর খোকাকে তো কেঁচোর মতোই দেখাচ্ছেতবে চিন্তা করিস না, বড় হতে দে, কেউটে বা কেউকেটা কিছু একটা হবেই
বিক্ষুব্ধ লিলি দুর্বল শরীরে একলা আমার সাথে এঁটে ওঠেনাসমর্থনের আশায় অপরে, অপরেবলে চেঁচিয়ে ডাকেভদ্রলোক আসেন, প্রস্তাবগুলি শোনেন, তারপর তাঁর অধ্যাপকোচিত সুললিত কণ্ঠে রোমিও এণ্ড জুলিয়েট থেকে ও বি সাম আদার নেম! হোয়াটস ইন আ নেম’—আবৃত্তি করতে থাকেন
কি জ্বালা ভাবুন দেখি!! তোরা তোদের খোকার আদার নেম নিয়ে ভাব বাপু, আমি আদার ব্যাপারী, ইংরিজি শুনেই ততক্ষণে সারা গায়ে লাল লাল চাকা চাকা কি সব বেরুতে শুরু করেছেলোক জানাজানি হলে তো কেলেঙ্কারিরেওয়াজি দক্ষতায় লিলির চুলে বিলি কেটে দিয়ে, লিলিপুটকে চুমু বিলিয়ে, অপরেশকে বিলিতি কায়দায় বিদায় জানিয়ে মানে মানে সরে পড়ি

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই