Monday, February 13, 2012

ভারত এক খোঁজ -- মিত্রপক্ষ


সমুদ্র সন্তানের মুখ চেয়ে নয়
আকাশী বালির দেশে নিজেকে দেখব বলে
আকাশে উড়িয়ে দিয়েছি লাল শালুর বিজয় কেতন।

ইনক্রেডিবেল ইন্ডিয়া গত দুদিনে আমার ঘুম কেড়েছে
ব্রিটিশ দুশ বছর ধরে নীল চাষে মত্ত ছিল আমার শরীরে

আন্দামানে ছুঁড়ে
দিয়েছিল স্বাধীনতা

আজ 
ছয় দশক পরে দেখি 
স্বাধীনতা আমার ঘর, বউ, সমুদ্র নিয়েছে। 
সন্তান নাচছে ব্রিটিশ ক্যামেরার সামনে
ঝুলে পড়া স্তনে রুটির আস্তরণ, ঊরুসন্ধিতে মদ্যস্রাব

স্বাধীনতার যূপকাষ্ঠ 
আমার বন্য ইজ্জত খুঁড়ে দাঁড়িয়ে
ব্রিটিশ যুবতির আহ্লাদে

আমি জারোয়া সন্তান, জারজ নই কিন্তু।


About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই