Monday, March 12, 2012

বৃষ্টি কণারা-১ -- শশাঙ্ক

স্যাঁতস্যাঁতে সারাদিন
কেটে যাচ্ছে খাদ্যহীন।
কাঁদছেন ঈশ্বরও,
কখনও ইলশেগুঁড়ি কখনও ঝমঝমিয়ে;
পেরিয়ে যাচ্ছে দুপুরও
বৃষ্টি ভারাক্রান্ত গাছেদের সঙ্গে ঝিমিয়ে।
কার্নিশে বসে অকারণে
ভিজছে একটা কাক
যারা থাকে আবরণে
দুঃখরা তাদের খুঁজে পাক।
কে খুঁজছে রাস্তা দুর্গে যাওয়ার,
আমি খুঁজছি শব্দ কবিতা লেখার।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই