Thursday, March 15, 2012

মেরিন ড্রাইভের কবিতা-১ -- পিয়াল


উঁচু ফ্ল্যাটের নতুন সংসারে
নতুন করে খেলনা বাটি সাজ
ঘরকন্নার আড়ালে আবডালে
নিজেকে নিজে করছে গোছগাছ।

সকালগুলো এমনি কেটে যাবে
দুপুর হলে বিষাদ, মনোটনি
সন্ধ্যেবেলা এখানে নামে ধীরে।
বিকেল মানে একলা, ব্যালকনি...

চায়ের কাপ দু’হাতে ধরে নিয়ে
মনখারাপ, নিজেকে নেয় চিনে
আগের মত বাজে না রিংটোন
লুকনো মুখ, জানলা দক্ষিণে।

বুকে কেবল অপেক্ষার ধ্বনি
অথচ কার জন্য জানা নেই
উঁচু ফ্ল্যাটে নতুন সংসারে
নির্ভরতা রয়েছে সঙ্গিন!

তবু হঠাৎ গভীর হলে রাত
ভিতর বুকে স্বর শোনা যায়
তাকে আমল না দিয়ে পাশ ফিরে
ভেবো, কোথাও সমুদ্র গর্জায়।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই