Monday, April 2, 2012

মেরিন ড্রাইভের কবিতা-২ -- পিয়াল


দুপুরবেলা শোবার ঘরে একা
ভুলে থাকার পুরনো অ্যালবাম
হঠাৎ করে উল্টে ফেলে ভাবো
সেখানে তবে বেড়াতে গেছিলাম

গ্রামের পথ, মোরাম লালদাগ
পায়ের কাছে জড়ানো ঘাসফুল
এখন ঢেউ ভাঙছে পায়ে পায়ে
প্রতিটি দিন, সাগর উপকূল...

এখানে বড় ঝাপটা, নোনাহাওয়া
ঠিকানা রাখা অকূল জলাধারে
“লেহরোকো কুছ আনেদো নজদিক”
গাইড শুধু বলেছে চিৎকারে

ভ্রমণে চেনা, নিপুণ হাসিখেলা
কষ্ট চেপে খেলছ অছিলায়
আকাশে চাঁদ, জোয়ার লাগে চোখে
সমুদ্রে যা মিশেছে জ্যোৎস্নায়...

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই