Thursday, June 21, 2012

বানভাসি গান - DRIFTWUD

"গানগুলি মোর শৈবালেরই দল
ওরা বন্যাধারায় পথ যে হারায় উদ্দাম চঞ্চল ।।
ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল ।।" -- রবীন্দ্রনাথ ঠাকুর
Driftwood মানে জলে ভেসে আসা কাঠ। রাজর্ষি, মিল্টন, কৌস্তভ
,
অভি, শুভঙ্কর আর সম্বিত নিজেদের গানের দলের নাম Driftwud রাখার
সময় রবিবাবুর এই গানটার কথা মাথায় রেখেছিলো কিনা জানা নেই, তবে ওদের অনুভূতিটা অন্তত পরিষ্কার বোঝা যাচ্ছে দলের নাম থেকে। এককালে নিজেদের Neon Highway বলে ডাকলেও, নাম শুনে ভড়কাবেন না, ওদের গান গুলোর প্রাণ নেহাতই বাঙালি- ‘শূন্য’, ‘ডেকো না’, ‘মৃত্যুঞ্জয়’। ওরা গান করে, অন্য সব কাজ করে, গানের ভিডিও তৈরি করে, অনুষ্ঠান করে... আর এ সবই করে ফাঁকি না দিয়ে। আজ বিশ্ব সঙ্গীত দিবসে ওদের একটা ভিডিও দেখুন- দেখলেই বুঝবেন, ঠিক কতটা মন, ভালবাসা আর পরিশ্রম আছে ওদের এর পিছনে। যারা ভিডিও দেখতে চায় না, তাদের জন্য আছে শুধু গান এর snippet, খুব তাড়াতাড়ি লোড হয়ে যাবে। নিচে ওদের অ্যালবাম কেনার লিঙ্ক, দলের পাতা আর ওদের নিজেদের ভাষায় পরিচয় দেওয়া থাকলো।
আজ গানের দিনে (World Music Day) না হয় দিনটা একটু অন্যভাবেই শুরু হলো... ক্ষতি কি? শুনে দেখুন, ভালো লাগলে অবশ্যই জানান আমাদের... সেটা ওদেরও ভালো লাগবে।
ওদের সম্পর্কে আরও জানতে চান? এই যে দলের Brochure এর P.D.F
যোগাযোগ: ফেসবুক, রিভার্বনেশন


Video:


Audio:





To Buy Music:

অথবা



About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই