Thursday, July 12, 2012

যোগ-বিয়োগ -- নীল


ছবি: নীল
নষ্ট কোনো রাতে ছিল স্বর্গীয় ইশারা।
আগুন নিভে ছাই জমেছে,
আঁধার গলে জল--
স্পষ্ট আজও ভোরের আলোয় শরীরী চেহারা...

অলৌকিক লৌকিকতায় ঘুম ভাঙ্গছে  তোর।
শরীর কবেই ঘুমিয়ে গেছে,
মনও মরা কাঠ--
বইতে হবেই নষ্ট জীবন, স্পষ্ট জীবনভর...


About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই