Tuesday, September 18, 2012

নিজের সঙ্গে ভালো থাকা -- অনিমেষ বৈদ্য


এখন রোজ একের পর এক একঘেয়ে সব দিন,
ক্লান্ত পায়ে আসে রোজ, ক্লান্ত পায়ে যায়।
সিসিফাসের মতোই পাথর টানছি অন্তহীন,
ধুলো জমে মনের ভিতর, ধুলো জমে পায়।

এতো এতো সম্পর্ক, সম্পর্ক ঘিরে জাল,
লেপটে থাকা অনিচ্ছায়, জড়িয়ে জড়িয়ে থাকি।
মিথ্যে লাগে সামনে যখন অনন্ত মহাকাল,
একটু একটু কথা দিয়ে শূন্যতা শুধু ঢাকি।

কপাল জুড়ে বলিরেখা, কপাল পুড়ে ছাই,
মন খারাপ জমাট বাঁধে মনের কোনে কোনে।
ঘুমের ভিতর স্বপ্ন এলে একটু শান্তি পাই,
ভালো থাকা নিজের ভিতর গভীর সঙ্গোপনে।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই