Monday, July 15, 2013

Honey, I Shrunk the Pics! (4) -- Saikat

প্রতিশ্রুতি মতো আজ আগের পোস্ট এ দেওয়া ছবিগুলোর উপায় বলবো।

এই উপায়ে ছবি তুলতে কি কি লাগবে?

১) ক্লোজ আপ লেন্স বা ম্যাক্রো লেন্স (লেন্সের গুণমান এবং ফিল্টারের পরিধির উপর ভিত্তি করে দাম ২৫০/- থেকে ৫০০০/-)।




২) টেলিফটো লেন্স (অন্তত ৮৫ মিমি বা তার বেশি)।

আশাকরি আগের পোস্ট গুলো থেকে আপনাদের কাছে এটা পরিষ্কার যে ম্যাক্রো ফটোগ্রাফি তে অন্তত 1x magnification (বা তার বেশি) দরকার। ক্লোজ আপ লেন্স এর এই magnify করার ক্ষমতা কে diopter একক দিয়ে বলা হয়। +১, +২, +৪, +১০ ক্ষমতার ক্লোজ আপ লেন্স পাওয়া যায়। single element এর ক্লোজ আপ লেন্স গুলো এই ৪ রকম diopter ক্ষমতার সেট এ বিক্রি হয়। তবে এগুলোর ছবি গুণগতভাবে খুব একটা ভালো নয় (নিজে ব্যবহার করেই বলছি ভায়া)। double element এর +১০ ক্ষমতার ক্লোজ আপ লেন্স আছে, যেটার দাম ফিলটারের পরিধির উপর নির্ভর করে ৩৫০০/- থেকে ৮৫০০/- হতে পারে (Canon 250D আর Canon 500D। Canon এর DSLR বডির সাথে গোলাবেন না কিন্তু)। শুনেছি এগুলোর ছবি single element এর থেকে ভালো ওঠে।



উদাহরণ স্বরূপ বলা যায়,
৮৫ মিমি লেন্স এর সাথে +১০ ক্লোজ আপ লেন্স ব্যবহার করে 1.15x magnification পাওয়া যায়। এই লিঙ্ক এ গেলে আপনারা নিজের সুবিধে মতো হিসেব করে নিতে পারবেন।





















এই পদ্ধতিতে অটো-ফোকাস এর সুবিধে থাকে, কারণ লেন্স এর সাথে ক্যামেরার ইলেক্ট্রনিক যোগ বিচ্যুত হয় না।



অসুবিধেগুলো হলো:
১) wide angle লেন্স এর সাথে যুক্ত থাকলে বেশি magnification পাওয়া যায় না।
২) লেন্স এর সামনে আরেকটা লেন্স থাকায় ছবি একটু খারাপ আসে
৩) এক্সটেনশন টিউবের থেকে অনেক বেশি দামি।
৪) বিভিন্ন লেন্স এর জন্য বিভিন্ন ফিল্টার সাইজ এর ক্লোজ আপ লেন্স লাগে।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই