Thursday, July 6, 2017

অরাজনৈতিক -- শ্রীময়

উৎস
হ্যাঁ দাদা, আমি হিসি করে দেয়াল ভেজাই,
সঙ্গে লোক জুটলে কাটাকুটিও খেলি
কানে জল ঢুকলে এক পা তুলে লাফাই
পকেটে পয়সা এলে ফুত্তি কত্তে মদ খাই

হ্যাঁ দাদা, আমি আম বেচতে উঠি বসিরহাট লোকালে
পিঠে রবারের ফিতে মেরে বগলে শব্দ করি
দেখতে কালো খেতে ভালো লজেন বেচি
রাত্তি বেলা ঘরে ঢোকার আগে
কেলাবের টিভিতে সারূপ খানকে দেখে চুল আঁচড়াই

হ্যাঁ দাদা, দেখাসোনা ফিরি, যত দেখবেন তত লাভ
কেনাকাটা আপনার বেক্তিগত চাপ, ওসব আমি বুঝি

কিন্তু এই যে দাদারা, আপনাদের এই ছোট ভাইটিকে
এট্টা  কথা বোঝান দেখি ?
কেন আমার দাদা, বাবার বডি নিয়ে সসান যাওয়ার সময় মার খাবে?
কেন আমার মাসির বাড়িতে আগুন লাগিয়ে দেবে অন্য পাড়ার লোক ?
কেন কালকে সকালে ঠাকুর পোনাম করে লোকগুলো খুন কত্তে বেরোবে?
কেন সোন্ধে বেলা নামাজ পড়ে লোকগুলো মোসাল নিয়ে ঘর জ্বালাতে নামবে?
কেন পোস্সু আমি বাদাম বেচতে বেরোতে পারবোনা ?

কেন তস্সু আমার মাথা, হাত, কাঁধের ঝোলা, দুটো পা

খুঁজতে গেরামের লোক পাসের গেরামে  যাবে?

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই