লেখা পাঠাতে হলে--



আমাদের কথা শুনতে ভাল লেগেছে? এই ব্লগে লিখতে চান? আপনার যা ইচ্ছে তা-ই লিখতে চান? লেখা পাঠানো খুব সোজা, কি করতে হবে নিচে লেখা আছে। 
১) আপনার লেখার ভাষা যা ইচ্ছে হতে পারে। যদি বাংলায় লিখতে চান, তবে Microsoft Word বা Word pad এ বাংলায় লিখুন। বাংলা font এ লিখতে না জানলে অভ্র কি-বোর্ডব্যবহার করুন। কি করে ব্যবহার করবেন জানতে এখানে ক্লিক করুন। এছাড়া gmail এও সরাসরি compose box এ বাংলা লিখতে পারেন। এছাড়া এই পাতায় সরাসরি বাংলা লেখা যায়।

২) File টা আমাদের ঠিকানা পাঠিয়ে দিন:

এখানে প্রকাশিত লেখা পরে অন্য কোথাও প্রকাশ করতে চাইলে আমরা একটুও আপত্তি করবো না, খুশি হবো।
 আপনার লেখা আমাদের ভাল লাগলে (সেই সম্ভাবনাই প্রবল), আমরাই আপনার সাথে যোগাযোগ করব। ভাল থাকবেন, আর আমাদের লেখা পড়বেন।



About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই