Wednesday, February 20, 2013

থাবা -- কৌস্তুভ


আমরা নিরামিষ ব্লগার। গোল্ডেন গেট ঘুরে এসে ট্রাভেল ব্লগ লিখি, চীজকেক রাঁধতে শিখলে রেসিপি পোস্ট দিই। এর মাঝেই মমতার কার্টুন শেয়ার করে প্রফেসরের হেনস্থার প্রতিবাদে স্যাটায়ার লিখি, বইমেলায় রুশদিকে ঢুকতে না দেওয়ার লজ্জায় ধিক্কার জানাই। কিন্তু ব্লগিং যে এক লহমায় আমাদের ভূতপূর্ব ব্লগার করে দিতে পারে, এমনটা কল্পনা করি না।

রাস্তাঘাটে পথদুর্ঘটনায় রোজই অনেক লোকের মৃত্য হচ্ছে, সে খবরগুলো পড়তে খারাপ লাগলেও রোজকার ডালভাত হজমে সেগুলো কোনো প্রভাব ফেলে না। কিন্তু যদি বাসের ধাক্কায় মৃত পথচারীটি হয় আমারই বন্ধু, তাহলে সেই ড্রাইভারের প্রতি আক্রোশটা অসহনীয় রকমের তীব্র হয়ে ওঠে। যার ফান-পোস্টারে লক্ষ্মীর পরনের স্কটিশ কিল্ট নিয়ে এই সেদিনও হাসাহাসি করেছি, যার স্যাটায়ারের মান আরো ধারালো করার জন্য সমালোচনা-ভরা উৎসাহ দিয়েছি, যখন খবর পেলাম যে আমার সেই সহব্লগারকে গলা কেটে খুন করে তারই বাড়ির সামনে ফেলে গেছে কিছু লোক, তখন আর সারাদিন কাজ করতে পারিনি ।

থাবা বাবা


Monday, February 11, 2013

দূরদেশী সেই স্বর্ণপদক (৩) -- শুভ

<<আগের কিস্তি

Les Misérables :


'Les Misérables' বা ইংরাজিতে 'The Misérables'.... ১৮৬২ সালে প্রকাশিত ফরাসি ঔপন্যাসিক ভিক্টর হুগো'র লেখা দুনিয়া কাঁপানো উপন্যাস। তা নিয়েই গত বছরের অস্কারজয়ী পরিচালক Tom Hooper -এর নির্মিত ছবি এবারেও অস্কারে মনোনীত ৮-টি বিভাগে। আদতে রিমেক বলতে আমরা যা বুঝি, এই সিনেমাটি আসলে তাই। এর আগে ১৯৩৫, ১৯৫৮ এবং ১৯৯৮ সালে তিন তিনবার এই একই উপন্যাস নিয়ে সিনেমা হয়েছে। এছাড়া অসংখ্যবার ইউরোপের বিভিন্ন থিয়েটারে অভিনীত হয়েছে এই একই গল্পের উপর তৈরি হওয়া চিত্রনাট্য। ২০০০ সালে টেলিভিশনে হয়ে গেছে একটা মিনি সিরিজ। বোঝা গেল, 'Les Misérables' ইউরোপিয়ানদের, বিশেষ করে ব্রিটিশ আর ফরাসিদের কাছে বেশ একটা ব্যাপার! কেন? একটু গল্পটা শুনে নেওয়া যাক তাহলে।

Monday, February 4, 2013

উবু-দশ -- আগন্তুক



ভোটের সময় দেওয়া অনেক প্রতিশ্রুতিই রাখা সম্ভব হয় না রাজনেতাদের। কিন্তু নেত্রীর দেওয়া কথা রাখলো প্রকৃতি-এমন ঘটনা বিরল। যাহোক বাঙালি দেখেছে সেটা। কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এই মরসুমের শীতলতম দিনে কলকাতার তাপমাত্রা হারিয়ে দিয়েছে সেদিনের লন্ডনের সর্ব্বোচ্চ তাপমাত্রাকে। বছরে মাত্র দুটি ঋতু- অতিগ্রীষ্ম ও কম গ্রীষ্ম- এই সত্যে অভ্যস্ত বাঙালি শীতের আনন্দ লুটে পুটে নিয়ে চিড়িয়াখানা ও ভিক্টোরিয়া চত্বর নোংরা করেছে যথেচ্ছ। হবে না’ই বা কেন? কলকাতা লন্ডন হয়েছে- থুড়ি, হারিয়ে দিয়েছে লন্ডনকেও! কম আনন্দের কথা? 

  
হরতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে আরও একটি হরতাল। এমনটাই ঘটতে চলেছে এই পোড়া দেশে। ভাষা দিবস নিয়ে চিন্তিত বঙ্গবামেরা দিল্লির বামদাদাকে এই নিয়ে আর্জি জানিয়েছেন, এবং আরও অনেক ঐতিহাসিক তথা প্রাগৈতিহাসিক ভুলের মতই এখানেও মুখঝামটা খেয়ে ফিরে এসেছেন। অবশিষ্ট ভারতে এই হরতালের প্রভাব কতটুকু হবে তা ভালই জানা আছে। তবে বাঙালির চিন্তা নেই। বিশ্বময় সাম্যবাদ প্রতিষ্ঠার স্বপ্নের ধ্বংসাবশেষটি এখনও পড়ে রয়েছে

আত্মসমর্পণ -- পিয়াল



সেও তো একটা গাছেরই গল্প বটে
বনের মধ্যে, আলাদা তেমন নয়
দু'একটা পাখি খড়কুটো জুড়ে জুড়ে
শূন্য কোটরে বুনেছিল আশ্রয়

প্রাপ্তি বলতে সেইটুকু ছিল শুধু
হুহু হাওয়া আর পঞ্চমে শোনা গান
তারপর সবই ব্যবহার উপযোগী
ভুল করে যাকে গাছ ভাবে অভিমান...

এমন গল্প যদিও ভীষণ চেনা
বলা যায়, বড় বেশি রকমের ক্লিশে
জীবন আসলে ছুটে ছুটে খোঁজে দিশা
লাভ ও ক্ষতির ছকে বাঁধা বন্দিশে

আমিও খুঁজেছি তবুও অতর্কিতে
বুকের মধ্যে ঝড় উঠে গেলে ভাবি
গাছের মতোই শেকড় গেঁথেছি ভুলে
সঙ্গত হবে উপড়ে ফেলার দাবি

তখনই শরীরে পর্ণমোচীর টান
শূন্য কোটর মনের গোপন ঘরে...

সেও তো একটা আমারই গল্প বটে

নিত্য যেখানে পিয়ালের পাতা ঝরে




About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই