সেও তো একটা গাছেরই গল্প বটে
বনের মধ্যে, আলাদা তেমন নয়
দু'একটা পাখি খড়কুটো জুড়ে জুড়ে
শূন্য কোটরে বুনেছিল আশ্রয়
প্রাপ্তি বলতে সেইটুকু ছিল
শুধু
হুহু হাওয়া আর পঞ্চমে শোনা
গান
তারপর সবই ব্যবহার উপযোগী
ভুল করে যাকে গাছ ভাবে
অভিমান...
এমন গল্প যদিও ভীষণ চেনা
বলা যায়, বড় বেশি রকমের ক্লিশে
জীবন আসলে ছুটে ছুটে খোঁজে
দিশা
লাভ ও ক্ষতির ছকে বাঁধা
বন্দিশে
আমিও খুঁজেছি তবুও অতর্কিতে
বুকের মধ্যে ঝড় উঠে গেলে
ভাবি
গাছের মতোই শেকড় গেঁথেছি
ভুলে
সঙ্গত হবে উপড়ে ফেলার দাবি
তখনই শরীরে পর্ণমোচীর টান
শূন্য কোটর মনের গোপন ঘরে...
সেও তো একটা আমারই গল্প বটে
নিত্য যেখানে পিয়ালের পাতা
ঝরে