<< আগের পর্ব
বাংলা কমিকসের শুরু বলা
চলে নারায়ণ দেবনাথের হাত দিয়ে। নব্বই ছোঁয়া প্রাণখোলা মানুষটির সাথে মনখোলা আলাপ আলোচনা হয়েছিল দীর্ঘ সময় ধরে। আজ সেই আলোচনার ২য় পর্ব।
নারায়ণ: ...তখন শুকতারা মাসিক
পত্রিকা হিসাবে বের হত। কোনও পুজো সংখ্যা বের হত না। সেই তখন পরিচয় হল সুবোধবাবুর সঙ্গে - কাজ শুরু হল, ছবি আঁকার কাজ। আগে যিনি সম্পাদক ছিলেন, মানে সুবোধবাবু যখন আমাকে পাঠালেন
শুকতারা সম্পাদকের কাছে, তিনি আমাকে একটা ছবি আঁকতে দিলেন - মানে একটা স্ক্রিপ্ট
বার করে নিজে পড়ে আমাকে খালি লিখে দিলেন এই এই আপনি আঁকবেন।
- আচ্ছা।
- আচ্ছা।
-- তাই করলাম। বেশ কিছুদিন ওই ভাবে করবার পর, তারপর যিনি সম্পাদক হলেন আগে
যিনি
ছিলেন একজন শিশু সাহিত্যিক তিনি অবসর নিলেন, তখন ওনাদের ছোট ভাই ক্ষীরোদবাবু দেখাশোনা করতে লাগলেন সম্পাদনার কাজকর্ম। তিনি
আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিতেন বলতেন পড়ে নিয়ে যেখানে যেখানে আপনার মনে হবে, ছবি করে দেবেন।
৫০-র দশকের পূজাবার্ষিকীর শিল্পী তালিকা। |
- পড়ে নিয়ে ছবি করতে
বললেন...
-- হ্যাঁ, এই ভাবে চলতে চলতে তারপরে (একটু ভেবে)... আগে, কখনও পূজাবার্ষিকীর ছবি আঁকতে দিতেন না।
-- হ্যাঁ, এই ভাবে চলতে চলতে তারপরে (একটু ভেবে)... আগে, কখনও পূজাবার্ষিকীর ছবি আঁকতে দিতেন না।