উৎস |
যারা জানে না, তারা খুব ভয় পেতে
পারে, গ্রামের ছেলেরা কিন্তু একটুও ভয় পায় না ধীরুকে। প্রতিদিন কোন না কোন বাড়ি থেকে ধীরু পাগলের
খাবার যায়। কোনদিন ভুলে গেলেও ধীরু কিছু বলে না, আওয়াজও করে না। তবু সবাই মনে
রাখার চেষ্টা করে।
আজ আমার পালা। দশ কিলোমিটার দূরের
দোকান থেকে দুপুরে বাড়িতে ভাত খেতে এসেও শান্তি নেই। বেরনোর সময় বউ হাতে ভাতের
টিফিন বাক্স ধরিয়ে দিলো। ফেরার পথে দিয়ে যেতে হবে পাগলের সামনে। গজগজ করতে করতে এই এখন ওই দিকেই হাঁটছি।
ধীরু পাগলা চিরকাল পাগল ছিল না।