Wednesday, May 24, 2017

জয়-স্টিক -- শ্রীময়

উৎস
গোলাগুলি পরবর্তী ধ্বংসস্তূপ সরিয়ে
সাদা ধপধপে বরফ ঢাকা রাস্তাই সিলেক্ট করা ভালো

যে রাস্তায় নতুন করে রক্ত খেলার জায়গা নেই
সেখানে টাটকা রক্ত ছড়িয়ে কি লাভ?
তার চেয়ে বরং সাদার ওপরই লাল ভালো মানায়
বেশ একটা ফটফটে, ঝাঁ-চকচকে ব্যাপার,
তার মাঝখানে কটকটে উজ্জ্বল লাল
দেখেই চোখ ধাঁধিয়ে যাবে


ঘাড় ঝুঁকিয়ে, পা টিপেটিপে
ওই যে বিন্দু গুলো ঢুকছে দেয়াল টপকে
এ.সি রুমে বসে টিপ করে মারতে মারতে যখন বোর লাগে,
তখন চোখের আরামটাও ম্যাটার করে বৈকি
এই যে একেরপর এক তাঁবু অধিগ্রহণ,
এবং তৎসংলগ্ন মৃতসঞ্জীবনী সুধা আহরণ করে
হৃত জীবনের পুনরুদ্ধার
তার মধ্যে কি কোথাও চ্যালেঞ্জ নেই!!

ক'টা লোকের হাতে ছিলো এই ক্ষমতা?
আর ক্ষমতা থাকলেই তো হলো না!!
ক'জনই বা পারে এভাবে একের পর এক অঞ্চল
অনায়াসে পেরিয়ে যেতে?
কি অবাধে লুঠে নেওয়া যায়
হিম শীতল পার্বত্য উপত্যকা কিংবা
খেজুর গাছ সর্বস্ব মরুভূমি!!


কি অবলীলায় অধিগৃহীত হয়
নদীমাতৃক উর্বরতা অথবা
খনিজ সমৃদ্ধ কালো মাটি!!

কি মোলায়েম নৃশংসতায় হাতবদল হয়
বিখ্যাত তেলের নেশন!!

আগে এসবের জন্য রাজা বা সম্রাট হতে হতো
এখন শুধু জয়-স্টিক থাকলেই চলে

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই