বুড়ো আঙুল কেটে ফেলার পর কি হল একলব্য?
নিজের মুখে সবটা বল। কাব্যগাথায় যে যাই বলুক
তোমার তো আর ঠিক সে রকম ভদ্র কিম্বা সভ্যভব্য
সাজার কোনও দায় ছিলনা। তুমি নেহাত পতঙ্গভুক
সাজার কোনও দায় ছিলনা। তুমি নেহাত পতঙ্গভুক
অসংস্কৃত ব্যাধের ছেলে। মজার কথা তুমি নিষাদ
অস্ত্রশালায় না ঢুকলেও, অস্ত্র চেনো। সেই মহাভুল
ধরল ওরা। ধরল বলেই বুঝিয়ে দিল বাঁচার কি স্বাদ।
কাব্য মানে মিথ্যাকথন। কেউ কী নিজের বুড়ো আঙুল
অবলীলায় কাটতে পারে? নাই বা পারুক। ভয় কী তাতে?
কৌরব আর পাণ্ডবেরা, পারবে সেটা ... গুরুর কসম।
বেয়াদবির শিক্ষা দেবে। মেধার শক্তি ওদের হাতে।
বন্যপশুর সঙ্গে তোমার ভেদ ছিলনা কোনও রকম।
অলীক মূর্তি তৈরি করল অগ্রজ আর অনুজেরাও।
গল্প তৈরি বড্ড সহজ। সাধ্য কি সেই গল্প ফেরাও!
গল্প তৈরি বড্ড সহজ। সাধ্য কি সেই গল্প ফেরাও!