আজ পুরনো কথায় চলুন আর একবার পড়ি 'সঞ্চারী'-র কবিতা 'ধর্মের রঙ'... (১৩/০৯/২০১১; সকাল: ১০:৩২)
তোমার জন্যেই একশো চার বার বিরহে হু হু করে জ্বলেছি
আমারও দোষ আছে তোমার হাত ধরে পালিয়ে যাওয়া আর হল না!
ওদিকে মেলট্রেন, এদিকে আক্ষেপ- ছুটছে, রাতভোর ছুটছে-
তুমি কি ভাবছিলে? এটুকু বললাম; পালিয়ে বেঁচে যাবে ভেবেছ!