ফালতু পথ স্বপ্নহীন
একটা গান বেসুরে
আসছে কাল শুধবো ঋণ
কাজ পেলে, সুদ সমেত।
কথার দাম,কমছে
কই
বাজারদর যাচ্ছেতাই
নীল আলো নিভছে ঐ
ঠিক যেন রূপকথাই।
তারচে' চল গা ভাসাই,
জুটবে ঠিক পেটের
ভাত।
স্বপ্ন পথ, তরল ছাই
তোর সাথে একটা
রাত...
রাত পোহালে আবার
সেই ব্যস্ত দিন
এধার ওধার গন্ধ
শুঁকে গোয়েন্দা,
মাইক্রো-ফিনান্স, ধান্দাবাজির সুযোগ
নিন,
বুক পকেটে লুকোনো
সুখ বারান্দা।
সুখের ভ্রমর, বুক আর কোমর, লাবণ্যে
আটকে যাওয়া চটচটে
ঘাম, ঠোঁটের দাগ
শরীর জুড়ে অসময়ের
ভৈরবী রাগ---
তুই আর আমি চল ফিরি
সেই অরণ্যে...
 

