মেঘে মেঘে বেলা হলো,
দুপুর মন্থর
গতিবেগে
ক্রমাগত ঢলে পড়ছে,
নরম হয়ে আসছে
রোদ্দুর
সুদূরের ধানক্ষেতে
বেজে ওঠে পূরবীর
সুর
অদূরে রেলের পথ
চলে গেছে
দিকশূন্যপুরে...
সে এক অবুঝ মন
কাহিনী ও কাহিনীকে
জুড়ে
কেবলই হারাতে চায়,
যাবতীয় পথ ভুলে
গিয়ে
বেদনার নীল রঙ সন্ধে হলে গাঢ় হয় একবুক অভিমান নিয়ে
বেদনার নীল রঙ সন্ধে হলে গাঢ় হয় একবুক অভিমান নিয়ে