পুড়ে যেতে থাকা, জ্বলতে থাকা
তীক্ষ্ণ
৪৫১ ফারেনহাইটে
আরও
এসে পড়তে থাকা বইয়ের ভেতর
একটা
বই আছে কিনা
স্থির
দৃষ্টিতে নজর করে যাচ্ছিলাম আমি।
জ্বলে
যেতে থাকা সভ্যতার ভেতর,
কেন
নেই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা?
হাইজেনবার্গের
পরেও
প্রিন্সিপিয়া
কি করে অমর? অমোঘ?
লেলিহান
জ্বলন্ত ধ্বংসস্তুপের ভেতর
একটা বই খুঁজে যাচ্ছি আমি... একটা বই...
* কবির প্রেরণার উৎস