Monday, November 14, 2011

ঠাণ্ডার দিনলিপি -- অভীক

১২ই ডিসেম্বর:
--------
ক্রমশ পড়ছে শীত
আজ ঠাণ্ডা কমে হল দশ
শীতকালেতে অনেক মশা
তোমায় মাখাবো ওডোমস

১৩ই ডিসেম্বর:

--------
এক ধাক্কায় ২ ডিগ্রি কমে
আজ হল যে আট
অভিনয়টা আজ জমছে না ঠিক
কথা নয় আর, কাট্‌ কাট্‌

১৪ই ডিসেম্বর:
--------
কালকে ছিল সাত
আজ হয়ে গেল ছয়
কোথাও কোনও ভুল ছিল
এমনটা তো নয়

১৫ই ডিসেম্বর:
--------
বাইরে কতো জানিনা
ভেতরে এখন পাঁচ
চাইলেও তো পাচ্ছিনা
তোমার গরম আঁচ

১৬ই ডিসেম্বর:
--------
এখন ঠাণ্ডা ৪ ডিগ্রি
জল এখন সবচেয়ে ভারী
সেই জলেতে মিশিয়ে লাল জল
ঢক করে খেয়ে নিতে পারি

১৭ই ডিসেম্বর:
--------
এখন আরও ঠাণ্ডা পড়েছে
আজ তিনের আশেপাশে
দমটাতো ঠিক যাচ্ছেনা ফেলা
জড়িয়ে ধরছে অক্টোপাসে

১৮ই ডিসেম্বর:
--------
আরও শীতল হল দিন
আজ রাতে কমে হল দুই
কমছেনা সম্পর্কের শীতলতা
যতই পাশাপাশি শুই

১৯ই ডিসেম্বর:
--------
আজ রাতের তাপমাত্রা
কমে হল ১ ডিগ্রি
নরম লেপের নিচেতে আজ
শরীর হল যে বিক্রি

২০ই ডিসেম্বর:
--------
আজকে একেবারে শূন্য
অঝোরে ঝরছে বরফ
কবে গলবে জানিনা
তোমার আমার বরফ

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই