কেমন আছিস আমায় ছেড়ে ?
বায়না করে দুচোখ ভরিস ?
চলছে কেমন জীবন-যাপন ?
লাগে ফাঁকা মনের দু-কোণ ?
আচ্ছা, এখনও রাগ করিস ?
বায়না করে দুচোখ ভরিস ?
গাস কখনও সেই চেনা গান ?
চেনা চেনা সুর, মান অভিমান।
মিস্ করিস আমার কবিতা ?
আমার হাসি, আমার কথা ?
মনের ভাষায় ডায়েরি লিখিস ?
দুঃখ হলে বৃষ্টি দেখিস ?
জানিস আজও আমার ঘরে
মুশল ধারে বৃষ্টি পড়ে।
সেদিন যে-দিন চলে গেলি,
পথ আলাদা করে দিলি,
সেদিন থেকে মেঘ করেছে,
উপচে দুচোখ জল পড়েছে।
একলা তবু ভাঙা ঘরে,
তোকেই পেতে ইচ্ছে করে,
আমার ঘরে কেউ আসে না,
লেখার পাশে কেউ বসে না,
আসবি না তুই আর কোনও দিন,
সব ভুলেছিস, সব বেরঙিন।
তবুও আমি ভালই আছি,
স্বপ্ন নিয়েই কানামাছি,
জীবন কাটে দিব্বি তালে,
আলো-আঁধারির আবডালে।
ছাড় সে কথা, তোর কথা বল।
সুখের কথা দুখের কথা
অন্য চুমু অন্য আদর
কেমন আছিস, খবর কী তোর ?