আমার আগল খোলা ঘর বারান্দায়
কালো কালো ঝুল কালো ছায়ারা নিঃসাড়ে লম্বাপায়ে
তোমার আমার উঠোন পেরোয়
জলছাপ শুকোতে যেটুকু সময়
তারপর উত্তুরে হাওয়ার হিমে নতুন গন্ধ
গায়ে কাঁটা দেওয়া নতুনের রোমাঞ্চ
তোমার মন বসতির অন্দরসজ্জায় মুহুর্মুহু বদল
নতুন কেউ শুনছে বহুকথিত তোমার ইতিহাস
এভাবেই মুখে মুখে মিথের জন্ম
এভাবেই ইতিহাস সীমা ভাঙে
আরশিতে ঢেউ ভাঙে সময়ের কারুকাজ
তুমি পালকের তারল্যে অবলীলায় বয়ে যাও
পর্বান্তরে
লাস্যে বিভঙ্গে আত্মবিশ্বাসী গনগনে আঁচ
দখিনা বাতাসে বয়ে যায় পতঙ্গের পোড়া পোড়া
ঝুরঝুরে ছাই ।