এক আকাশেই সবটা আঁকতে হবে !
প্রাণ ছুঁয়ে যায় বিষণ্ণ চৌকাঠ
--
ফুটপাতে ঠিক অবুঝ থমকে থাকে
এদিকওদিক -- ওলটপালট রাত ||
কমলাপুলির দেশেও তো রাত শেষ হয় ;
অবশ্য রোজ আগুন ছুঁয়েই রাখি
শীতকাল নয়, তবুও কেমন ভয় হয়
মুখভার হওয়া চেনা শব্দকে আগলাই
প্রাণ খুলে বেশ বৃষ্টি হতেই পারো
আমিও কেবল গোছাচ্ছি ঘরবাড়ি
প্রান্তে এখন যত্ন নিয়েই বুনি
দিগন্তনীল দু-একটা ভাব-আড়ি ||
ফুটপাতে ঠিক অবুঝ থমকে থাকে
এদিকওদিক -- ওলটপালট রাত ||
কমলাপুলির দেশেও তো রাত শেষ হয় ;
অবশ্য রোজ আগুন ছুঁয়েই রাখি
শীতকাল নয়, তবুও কেমন ভয় হয়
মুখভার হওয়া চেনা শব্দকে আগলাই
প্রাণ খুলে বেশ বৃষ্টি হতেই পারো
আমিও কেবল গোছাচ্ছি ঘরবাড়ি
প্রান্তে এখন যত্ন নিয়েই বুনি
দিগন্তনীল দু-একটা ভাব-আড়ি ||