সন্ধে বেলা হু হু হাওয়ার বুকে
একটু করে বাড়তে থেকে ভিড়
বীচের গায়ে পানিপুরীর স্টল
“আইয়ে সাহাব, বানাউ ভেল-কিয়া?”
পাখির মতো ডাকছে ফেরিওয়ালা
পূব আকাশে জ্বলতে থাকে চিরাগ
হয়তো কোন সন্ধেবেলা জুড়ে
তুমিও যদি এসেছ সেইখানে
অন্যহাত, ভরসা দেয় বুঝি!
নাবিক নাকি পথ হারানো গানের
গানের কাছে আলতো ছায়া ফেলে
মনখারাপ, পুরনো কিসসা
হাওয়াতে মনে কখন বুঝি হয়
সামুদ্রিক দীর্ঘ নিঃশ্বাস...