Monday, September 10, 2012

কবিতা -- ধীরাজ



পর্ব এক 
-নে--দূ- থেকে হেঁটে এসে দেখলাম 
                            ---------  নদীটা বেঁকে গেছে।
খাড়া পাহাড়টা পাশে হাঁটতে হাঁটতে 
                         ---------   সামনে দাড়িয়ে পড়েছে।
বাঁকের পরের পৃথিবীটা -------- অদেখা, অচেনা  


      সূর্য উঠে গেলেও পাহাড়টা নদী থেকে মুখে জল 
ছিটিয়ে সূর্যস্নান করছে বলে ---------------
                                           আমি রোদ  পাচ্ছিনা।
কেউ ভেলা করে সামনে যাচ্ছে তো কেউ 
                  বাঁকের সামনেটাতে ক্লান্ত হয়ে  ---
                                           বসে পড়েছে।


ওপাশ থেকে কেউ এলে জিজ্ঞেস  করে --------
                         ওদিকের রাস্তাটা জেনে নেবো।


পর্ব দুই 
আলো  পড়তে দেখলাম পাহাড়ের ওপরে অনেক 
               ---------- কারুকাজ করে রেখেছে লোকে।
                       স্পষ্ট করে দেখা যাচ্ছে, 
                                           কিছু লেখা কিছু ছবি।
আমি পাথর দিয়ে নিচের দিকে উঁচু  করে কিছু লিখছি, 
               --------- যতটা ওপরে হাত যায়।
                          খুব শক্ত পাথর।
অনেক মুছে যাওয়া ছবির উপরেই  লিখছি, 
              ---------- যত দূ---- দেখতে পাচ্ছি, 
                          তার একটা ছবি আঁকার ব্যর্থ চেষ্টা। 
           নীচের দিকে পাহাড়টা অনেক ক্ষয়ে গেছে।
   
 আড়চোখে একটা মাঝির হাসি চোখে এলো।           

পর্ব তিন 
তেষ্টা পাওয়ায় -----------
       নদীর ঠাণ্ডা জলটাই খেলাম,
         ------------ বেশ ঠাণ্ডা।
               স্রোতটা ভালোই।
একটা নুড়ি ফেলে দেখলাম,
        ডোবার আগে জলটা ওটাকে 
       ------- নেকটা সামনে নিয়ে গেলো।

বিকেলের আলোতে নদীর তলাটা দেখা যাচ্ছে,

প্র-------- চুর নুড়ি  নদীর টানে সামনে গড়িয়ে যাচ্ছে,
                            ---স্তে আস্তে।

 পর্ব চার 
চাঁদের আলোতে বেশ ভালো লাগছে চারপাশ।
  পুরোটা দেখা না গেলেও --------------------
      কিছু মেঘের এদিক ওদিক হাঁটাচলা 
     -------------- দেখতে খারাপ লাগছে না।
চাঁদটা পুরোপুরি ঢেকে গেলে ---------------
             -------------- সব অন্ধকার।
মেঘের কণার --চি--তে আলো, 
      ঝিঁঝি ঝিঁঝি পোকার শব্দ ------
           --- আর ------------
    শান্ত ঠাণ্ডা হাওয়াটাতে চোখটা প্রায়
             বুজে এলো।

        ---------------- প্রচুর ক্লান্ত লাগছে।

পর্ব পাঁচ 
কাল বাঁকটা পেরিয়ে ওদিকে হাঁটা লাগাবো।
                   --------------------
                          একটা নদী চোখে ভাসছে,
                 এটা  ওপরে যাচ্ছে -------
                       ---------------------
           
শেষ পাতা 
চোখে ভোরের আলো 

       আজকে 
          ---- জানি না ধুলো সরিয়ে  তুমি কটা লাইন দেখতে পাচ্ছ !


About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই