অমর প্রেম
দুঃখ যেন
ঢেউয়ের মতো আসে
সন্ধে হলে
আকাশে ধ্রুবতারা
স্কাই-স্ক্র্যাপারে আড়াল বারোমাসে
শহর পথে তখন
হেঁটে ফেরা
পানশালায়
একলা বসে ভাবা
রয়্যাল সব
চ্যালেঞ্জ অভিমানী
গেলাস থেকে
ছলকে পড়ে গিয়ে
কান্না-চাপা
বরফ ভেসে ওঠে
সম্পর্কও
মদিরা সম তুমি
মাঝে মাঝেই
তিক্ত লাগে ঠোঁটে
তখনই সব
ঝাপ্সা হয়ে যায়
ক্লান্ত,
কিছু বুঝতে অপারগ
‘পুষ্পা’
বলে মনের কোঠা ঘরে
একা একাই
ফিরেছে ডায়ালগ...