এ শহর তোর অনেক গোপন জানে-
কোন বিকেলের খুন-খারাপি আলোয়-
পুড়ল দু’চোখ, ঠিক আর হল’না
কেমন করে ভিখিরি হলি তুই
কোন নৌকায় ডুবলি অথৈ জলে,
রাতের হাওয়া মাতাল যখন হয়
আজও সেসব প্রলাপ বকে চলে;
চল মন এই শহর পিষব পায়ে
এফোঁড় ওফোঁড় অতীত-অলি-গলি
যে করে হোক খুঁজে পেতেই হবে
স্বপ্ন আঁকার হারানো রঙ-তুলি।