Thursday, January 17, 2013

Honey, I Shrunk the Pics! (1) -- Saikat


নিচের ছবিগুলো macro photography র একটি লম্বা সিরিজের প্রথমাংশ। ছবিগুলো তুলতে ব্যবহার করা হয়েছে Nikon D3100 ক্যামেরা, ১৮-৫৫ মি.মি. কিট লেন্স(reverse ring সহ), ঘরে বানানো diffuser (কোনও external flash ব্যবহার করা হয়নি) আর tripod।
ক্যামেরা, লেন্স আর ট্রাইপড তো আজকাল যে কোন শখের ফটোগ্রাফারের কাছেই থাকে। এ ছাড়া macro ছবি তুলতে আর যা লাগে, তার খরচ মাত্র ২৫০-৩০০ টাকা। ডিফিউসারটা হাতে তৈরি, তাই ফ্রি!
এ ছাড়া extension tube আর ৫০ মি.মি. prime লেন্স ব্যবহার করেও ছবি তুলি। পরে সে’রকম ছবির সিরিজ করারও ইচ্ছে থাকলো।
ছবি:


************************************************
সৈকত বায়ো-ফিজিক্স নিয়ে গবেষণা করে। হাতে-কলমে কাজ করতে, ছবি তুলতে আর ব্রিজ খেলতে ভালোবাসে।


About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই