আমার বাঁচা
ওই হকার ঘেরা ফুটপাথে।
বইপাড়ায় আর সস্তার ম্যাটিনি শোয়ে।
বৃষ্টিভেজা সন্ধ্যার বাতাসে, রাতের তারায়...
বাবার বকুনি আর মায়ের প্রশ্রয়ে।
শুধু তোমার দু’চোখে রূপকথা দেখবো বলে
দুম করে ঘোড়ায় চড়ে বসা...
তারপর চেনা মুখ...
আড্ডা, হাসি, গান, অভিমান...
সব অচেনা।
বেদুইনের বাঁধনহারা জীবন...
সে আমার নয়।
পক্ষীরাজে চড়ে রাজকন্যা উদ্ধারের রোমাঞ্চ...
আমার জন্য নয়।
বারিস্তার হট কফি নয়...
বারিনদা’র দু’টাকার চায়ের ধোঁয়ায়
যদি মেকআপ নষ্ট করতে পারো...
চলে এসো...
আমি ওখানেই আছি।