Thursday, April 19, 2012

'মহা'-লিমেরিক সিরিজ-৩ -- খেঁদি - পেঁচি

মূল ছবির লিঙ্ক:এইখানে
ইতি অজ

রামছাগলে গামছা গলে গভীর গহন বিপিনে
মাংস পোলাও কোক্কাকোলাও গিলতেছিল টিফিনে
নেমসেক-এর এই কীর্তি দেখে
শ্রী অজরাজ বললে হেঁকে
কম ভাড়াতে মেদ বাড়াতে যাস না কেন পিপিঙে?

অজরাজা, চিনলে তাঁকে? দশরথের বাপ তিনি...
রাম-রাবণের ডুয়েল ম্যাচে করতে গেলেন কাপ্তিনি।
উপড়ে তেনার দাড়ির গোড়া
মিষ্টি হেসে মন্দোদরা
বললেন, ভাই রাগ কোরোনা, কাজ কমালাম নাপতিনীর।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই