এত জোরে দৌড়তে পার!
সত্যি করে বল খুঁজে দেখতে গেলে
সারা জীবন পণ করে যে সহজিয়া বৃষ
সেই সত্য আগামিকাল কীভাবে লিখতে হবে
জানিনা তার মহাপদ্ম ওম রেখে কোথায় দিলে গুছিয়ে।
এত জোরে দৌড়তে পারে কেউ!
বাড়ি থেকে বেরিয়েই শ্মশানের তীর অহেতুক
বিধাতাও তোমার তীব্রতা জেনে
সাজিয়েই ছিল না কোন শবদেহ
এতবার সৎকার এল – ছুটে গেছি যতবার
মনে আছে অপলক মুখাগ্নি পাইনি কখনও
সত্যি করে বল বলবো না
মিথ্যে কথা বলনি কখনও জানি
যে অর্বুদ লেখা ছবি কথা রেখে গেছো
ভয় পাই – মা, বউ, মেয়ের কথা ভেবে
কাল যদি আমি তুমি হয়ে পরি!
সারা বছর ঘুরে যাবে আরও কতবার
অপত্য পাওনি সেই ঠোঁটও ফোলাওনি
মান বয়ে বয়ে গেলে ব্যর্থস্তনী শিশু দেবশিশু
এত জোরে দৌড়লে তাই!
পঁচাত্তর বছর মাতৃহীনা
মা’র কাছে দৌড়ে করবে নালিশ!
যাও!