একি! এ যে মেঘ না চাইতেই
জল! সদ্য সদ্য খবর পাওয়া গেছে এক আন্তর্জাতিক ব্লগ-প্রতিযোগিতায় ‘সেরা বাংলা ব্লগ’
বিভাগে ১১টি ব্লগের মধ্যে একজন হিসেবে মনোনয়ন পেয়েছে আমাদের ‘কথা তো বলার জন্যেই’।
শুধু তাই নয়,
গোটা প্রতিযোগিতায় সারা পৃথিবীর মোট ৩২০০ টি প্রাথমিকভাবে বেছে নেওয়া ব্লগের মধ্য থেকে মনোনয়ন পাওয়া ১৮৭টি ব্লগের মধ্যে একমাত্র ‘কথা’ই সম্পূর্ণ ভারতীয় ব্লগ! জার্মানির ডয়চে বেলে (Deutsche Welle) কোম্পানি আয়োজিত এই প্রতিযোগিতায় ‘User Prize’ এর জন্য এখন ভোট নেওয়া চলছে
এই পাতায়
গোটা প্রতিযোগিতায় সারা পৃথিবীর মোট ৩২০০ টি প্রাথমিকভাবে বেছে নেওয়া ব্লগের মধ্য থেকে মনোনয়ন পাওয়া ১৮৭টি ব্লগের মধ্যে একমাত্র ‘কথা’ই সম্পূর্ণ ভারতীয় ব্লগ! জার্মানির ডয়চে বেলে (Deutsche Welle) কোম্পানি আয়োজিত এই প্রতিযোগিতায় ‘User Prize’ এর জন্য এখন ভোট নেওয়া চলছে
এই পাতায়
(বাংলায় ভোট দিতে চাইলে এই পাতায় যান)
আর কি? চট করে ভোটটা দিয়ে দিন আমাদের, তারপর জমিয়ে এই লেখার বাকিটায় পড়ে ফেলুন ওই প্রতিযোগিতার নাড়িনক্ষত্র আর সেখানে মনোনয়ন পাওয়ার খবরটুকু অবধি আমাদের না জানতে পারার লোমহর্ষক আর হাস্যকর এক বৃত্তান্ত।
আর কি? চট করে ভোটটা দিয়ে দিন আমাদের, তারপর জমিয়ে এই লেখার বাকিটায় পড়ে ফেলুন ওই প্রতিযোগিতার নাড়িনক্ষত্র আর সেখানে মনোনয়ন পাওয়ার খবরটুকু অবধি আমাদের না জানতে পারার লোমহর্ষক আর হাস্যকর এক বৃত্তান্ত।
প্রতিযোগিতার গালভরা নাম ‘Deutsche Welle International Blog Awards – the BOBs’- এইপাতায় আছে
তার বিস্তারিত বিবরণ (ইংরাজিতে) আর এখানে (বাংলায়)। সব মিলিয়ে বিভাগ আছে ১৭টি, তার মধ্যে ৬টি ভাষা নিরপেক্ষ, আর ১১টি বিভিন্ন ভাষার সেরা ব্লগ। এর মধ্যে বাংলা ভাষায় আছে ১১টি মনোনয়ন। তাদের নাম-ধাম জানতে পারবেন ভোটিং এর পাতায় গেলেই। এর মধ্যে প্রতিটিই খুবই উন্নত মানের, আর কয়েকটা আমরাও নিয়মিত পড়ি। কিন্তু তা বলে আবার ভোট দেওয়ার আগে অন্যদের দিকে তাকাবেন না যেন! BOBs.com এর মূল পাতা থেকে কিছু কথা তুলে দিলাম হুবহু-
তার বিস্তারিত বিবরণ (ইংরাজিতে) আর এখানে (বাংলায়)। সব মিলিয়ে বিভাগ আছে ১৭টি, তার মধ্যে ৬টি ভাষা নিরপেক্ষ, আর ১১টি বিভিন্ন ভাষার সেরা ব্লগ। এর মধ্যে বাংলা ভাষায় আছে ১১টি মনোনয়ন। তাদের নাম-ধাম জানতে পারবেন ভোটিং এর পাতায় গেলেই। এর মধ্যে প্রতিটিই খুবই উন্নত মানের, আর কয়েকটা আমরাও নিয়মিত পড়ি। কিন্তু তা বলে আবার ভোট দেওয়ার আগে অন্যদের দিকে তাকাবেন না যেন! BOBs.com এর মূল পাতা থেকে কিছু কথা তুলে দিলাম হুবহু-
“...২রা মে অবধি ভোট দিতে পারবেন আপনারা৷ আমাদের আন্তর্জাতিক জুরি প্রতিযোগীদের মনোনয়ন করেছেন৷ এবার ভোট দিয়ে আপনাদের, অর্থাৎ জনতার পুরস্কার কে অথবা কারা পাবেন, তা নির্ধারণ করবেন আপনারা, ইন্টারনেট ব্যবহারকারীরা। অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারিত পুরস্কারকে বলা হয় ‘ইউজার প্রাইজ’৷ ‘ইউজার প্রাইজ’ এবং ‘জুরি অ্যাওয়ার্ড’ দুটি আলাদা সম্মাননা এবং দুটোর তাৎপর্যও ভিন্ন৷... এ’বছর বব্স’এর মূল বিষয় ‘‘জনশিক্ষা ও সংস্কৃতি’’, এবং আমাদের এই ‘স্পেশাল টপিক’ বিভাগে যে এতো বেশি প্রস্তাব এসেছে, তা’তে আমরা বিশেষ আনন্দিত... আগামী পয়লা মে জুরি বার্লিনে একটি যৌথ অধিবেশনে মিলিত হয়ে ছ’টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারণ করবেন৷ এই মিশ্র এবং মুখ্য বিভাগগুলি প্রধানত ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কগুলিতে আন্দোলন , ভিডিও চ্যানেল ও অভিনব শিক্ষামূলক প্রকল্প সংক্রান্ত...”
এবার শুনুন মজার কথা। এ সব
যে হয়, বা হচ্ছে- সে সব নিয়ে আমরা কিছুই জানিনা। দিব্যি লিখছি- পড়ছি- ‘হাত-পা দিয়ে
ঘুম তাড়াচ্ছি’, এমন সময় গত বারো তারিখ রাতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমাদের একজনের চোখ
পড়লো এই পাতায়। সেখানে ‘আপুনকা’ ব্লগের নাম দেখে সে তো ভিরমি যায় আর কি... গভীর
রাতে বাকি দস্যুদলকে ডেকে তুলে শুরু হলো একে অন্যকে জিগ্যেস করা- ‘এর মানেটা কি বল
দিকি?’ অবাক হওয়ার কারণও ছিলো। ভোটিং শুরু, মানে মনোনয়ন হয়ে গেছে গত দোসরা এপ্রিল।
মাঝে দশদিন পেরিয়ে গেছে, কেউ আমাদের জানায়নি? অনেক ভেবে, বিভিন্ন ই-মেলের Spam খুঁজে-পেতে সিদ্ধান্ত হলো, ‘ওরা বুঝলি, ধরেই নিয়েছে সবাই
এ সব খবর রাখে টাখে, তাই জানায়না কাউকে।’ সত্যিই তো, ওই পাতার অনেক ব্লগই দেখি
ভোট-ভিক্ষা করতে শুরু করেছে পুরোদমে। সকলে প্রথমে বেজায় হতাশ হয়ে পড়লেও তারপরই
খুঁজে দেখা শুরু হলো- আর কে কে এবার মনোনয়ন পেয়েছে এ-পার বাংলা থেকে। তেমন নাম আর
খুঁজে না পেয়ে শুরু হলো অন্যসব ভাষায় খোঁজা... কই? আর তো দেখতে পাচ্ছি না! বলে কি!
এই চুনোপুঁটিদের কে তবে ভালবেসে তুলে দিলো অভিজ্ঞদের দলে? বিশ্বাস করুন- আমরা এখনো
জানিনা। সেই শুভানুধ্যায়ীকে আন্তরিক অনুরোধ, প্লিজ সামনে আসুন- পেন্নাম হই- আর মন
ভরে ‘কথা’ বলি খানিক।
আপডেট: আমরা শেষ অবধি পেলাম না কিছুই, কিন্তু আবার পেয়েছি অনেক কিছু। শেষ করেছি ৩০% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে, পেয়েছি অনেক নতুন বন্ধু, যোগাযোগ ফিরেছে অনেক পুরনো বন্ধুর সাথে- অনেকেই জান লড়িয়ে দিয়েছেন আমাদের জন্য- কিচ্ছু ফেরত পাওয়ার আশা না থাকলেও... আমরা সপ্তম স্বর্গে আছি!!
জানতে পেরেছি এমন অনেক ব্লগ ও ব্লগারের কথা, যা না জানাটা অপরাধ; এমনকি, বড়দা আনন্দবাজার আমাদের খবরে স্থান দিয়েছেন- (ঋতপ্রভদা একেবারে প্রশংসায় গাছে তুলে দিয়েছে, ওর জন্য মাংস-ভাতের নেমন্তন্ন রইলো)
সবশেষে, আমাদের বিভাগে না জিতলেও, Social Activism গ্রুপে জিতেছেন আসিফ মহীউদ্দিনের ব্লগ- তাঁকে অভিনন্দন! তাঁর এই জয়ে আমাদেরও সামান্য হাত, মানে ভোট আছে... J
আপডেট: আমরা শেষ অবধি পেলাম না কিছুই, কিন্তু আবার পেয়েছি অনেক কিছু। শেষ করেছি ৩০% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে, পেয়েছি অনেক নতুন বন্ধু, যোগাযোগ ফিরেছে অনেক পুরনো বন্ধুর সাথে- অনেকেই জান লড়িয়ে দিয়েছেন আমাদের জন্য- কিচ্ছু ফেরত পাওয়ার আশা না থাকলেও... আমরা সপ্তম স্বর্গে আছি!!
জানতে পেরেছি এমন অনেক ব্লগ ও ব্লগারের কথা, যা না জানাটা অপরাধ; এমনকি, বড়দা আনন্দবাজার আমাদের খবরে স্থান দিয়েছেন- (ঋতপ্রভদা একেবারে প্রশংসায় গাছে তুলে দিয়েছে, ওর জন্য মাংস-ভাতের নেমন্তন্ন রইলো)
সবশেষে, আমাদের বিভাগে না জিতলেও, Social Activism গ্রুপে জিতেছেন আসিফ মহীউদ্দিনের ব্লগ- তাঁকে অভিনন্দন! তাঁর এই জয়ে আমাদেরও সামান্য হাত, মানে ভোট আছে... J