Thursday, April 26, 2012

কীভাবে -- স্বর্ণদীপ

কীভাবে হয়েছে কাজ, ছাঁচে ঢালা সিমেন্ট বোঝাইয়ের।
দেখিনি কখনও আজও। তাকিয়েছি পড়ার
ফাঁকে,
তবুও দেখিনি মনে হয়।
মনেও পড়েনি, কাদার উত্তাপে, বা এঁটোর স্তূপের মাঝখানে
জীবনযাপন, প্রণালী-সব ; এইসব শ্রমিকেরা জানে।
শুধুতো আমিই নই, কুকুরও বেজায় রেগে আছে।
কেই বা যোগ্যতর খাবার লড়াইয়ে?
ও কি চোর? ছেলেধরা? আয়কর ফাঁকি দেয় নাকি?

আরে দাদা, রাত্রি হলেই এরা বাটপার - সবটা পোশাকি
বুঝলেন কিনা?

বুঝলাম, কাজের ফাঁকেও তাই বলে উঠি - মহা ঝঞ্ঝাট!
শব্দ, শব্দ শুধু! খটাখট্‌, হাত থেকে হাত -
কাদার বালতি যায়। আমার উঠোনে পড়ে থাকে

এদের কী গলা! উফ্‌। বাপি, তুমি বল দাদাটাকে
আস্তে চেঁচাতে। মাই গড্‌! হোয়াট্‌ দা - - -
শূন্যস্থান সামাজিক। রাজনীতি ঢাকা পড়ে যাক্‌ !!

কীভাবে হয়েছে কাজ, ছাঁচ ঢালা-সিমেন্ট বোঝাই
এসবই মাওবাদ, এসো তবে বসেই বোঝাই।
ঘরঘর নিঃশ্বাসে ঘুমের ভেতরে পা-ফেলা,
তবু চলে ছাঁচ-ঢালা, রাতভর আলো রোশনাই।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই