Thursday, August 23, 2012

যখন মনে মনেই সুপার স্টার (১) -- পিয়াল

আন্দাজ

দু’চোখ ঢাকা রোদচশমা কাচে
পরনে শার্ট, ডেনিজেনের জিনস
শহরে আছে ঘুমনো সিন্ড্রেলা
সারা দুপুর তাকেই খোঁজে প্রিন্স...

উড়ে বেড়ায় পক্ষীরাজ পিঠে
কোথাও গলি কখনো রাজপথ
সহজ করে দেখেনি কোন লোকে
নানান মুনি দিয়েছে নানামত

তবুও সব কথার কথা ভুলে
রূপকথায় ডুব সাতার, মন
আকাশে মেঘ প্রেম লেগেছে জলে
ঋতুর কাছে পেয়েছে ইন্ধন-

সেসব নিয়ে সারাদুপুর পথে
একলা প্রিন্স, উড়ে বেড়ায় রোজ
“জিন্দেগি এক স্যাফর”- সেটা জানি
কাল কী হবে?
                                সিন্ড্রেলা কে খোঁজ...

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই