Thursday, August 30, 2012

ধুয়ে দাও হে -- বলরাম

সত্য বৃষ্টি ঝরে ছাতা, ক্ষেত, ভিক্টোরিয়ায় 
সত্য সূর্য ওঠে আকাশী চাঁদোয়া ঘেরা মাঠে
মিথ্যে সমস্তই চাঁদের আলোর মায়াময়
ভোর হলে ঘোর কাটে, গোলাপি নেশারা বাড়ি যায়

জ্ঞানীরা আয়না ভেবে পারা ঘষে ফেলে দেওয়া কাচে
কলেজ শিশুর মুখে শিক্ষিত চূন লেগে পরিধেয় হয় 
সুশিক্ষা ফুল হয়ে জীবনের বৌভাতে লাগে
ঘোলা, অগভীর মনে, কিছু কথা কই হয়ে বাঁচে।

এখনো পড়েনি খুলে সমস্ত প্রসাধন, সব ধারণা-
উলঙ্গ অনুভূতি, দপদপে ধিক্কার, শরীরের শাক-চাপা আছে
বেশ্যা গালিও দেয়, অথচ সহজে কথা বলে
ঘোলামন, প্রসাধন ফেলে দিতে আমরা পারি না?

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই