Uploaded with ImageShack.us |
জবাই করেছি ব্যাকরণ বই,
‘LMAO’ থেকে
‘কেন কি’ পেরিয়ে,
‘মোবাইল’ থেকে ‘কি-বোর্ড’
দাপিয়ে-
নিঃসঙ্কোচে
চালিয়ে দিয়েছি
‘গুচ্ছ’ কিংবা ‘রাপচিক্’।
‘গুচ্ছ’ কিংবা ‘রাপচিক্’।
‘চাট’ খাও? তবে নিরীহ তুমি,
‘ল্যাদ’ খেলে তুমি আলসে,
‘ল্যাদ’ খেলে তুমি আলসে,
কিচ্ছু
হবেনা জীবনে তোমার,
‘বার’ খেলে কমবয়সে।
‘বার’ খেলে কমবয়সে।
‘বীভৎস’ বলে ‘দারুণ’ বোঝাই,
‘উত্তাল’ মানে? Same!
‘উত্তাল’ মানে? Same!
বাবাদের
যুগে ‘অসভ্য’ বলে
নায়িকা বোঝাত ‘প্রেম’!
নায়িকা বোঝাত ‘প্রেম’!
শব্দ
আমার,
অর্থও তাই,
একের
কাপড়ে অন্যে সাজাই-
‘ছড়িয়ে’ যাক না, কেই বা দিচ্ছে
সে জন্যে আর নাকখত?
বরং
একটু এগোই চলো না,
‘একঘর’ কোন বঙ্গ-ললনা
আদর
করলে,
লাজে রাঙা হয়ে, চুমু খেয়ে বলি-‘বাঞ্চোৎ’!!