Thursday, December 22, 2011

শহরতলি ২ -- পিয়াল

দুপুর নেমেছে, রোদ্দুর তবু ছিল না তেমন গাঢ়

প্রস্তুতি ছাড়া ফের দুজনের দেখা হলো এইবারও
কোন পথে যেন বেঁকেছে ঠিকানা, কোন পথ নির্ভুল?
বকুলগাছের ছায়ার পিছনে ঘুমন্ত ইস্কুল
দূরে রেলপথ, মাঠ পার করে দাঁড়িয়ে রয়েছে বাড়ি
অপেক্ষমা মুখের কাছেই অবেলায় ছিল পাড়ি
এইটুকুই শুধু এটুকুই আর মেঘ ছিল তারপরে
তোমার চেনানো পৃথিবীর ছায়া আমার ভেতর ঘরে
সন্তর্পণে এলিয়ে পড়েছে - ভিজে জানলার কাচ
শ্রীকুঞ্জ ঘর, মরাখাল পাশে বাসকপাতার গাছ...

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই