Thursday, December 8, 2011

শহরতলি-১ -- পিয়াল

ছবি: সুনন্দ
মাঝেমাঝেই এমন আসে হঠা পাওয়া মেঘলা দুপুর
শিলি ফোটা গাছের পাশে জলের
দাগে স্তব্ধ পুকুর
জলের দাগে হৃদয়রেখা থমকে গেছে অতর্কিতে
বুকের মাঝে বৃষ্টি এলে কাকে তখন সঙ্গে নিতে?
আমার বুকে দমকা হাওয়া উধাও যেন ঝড়ের মতো
অচেনা পথ, গলির বাঁকে পায়ের চিহ্ন ইতস্তত...
তুমিই শুধু এগিয়ে চলো অচেনা মুখ, শহরতলি
কারো পাঁচিল, উঠোন আর বেড়াল কোনো বাগান থেকে
তোমার স্মৃতিচারণ যেন আলতো স্বরে উঠছে ডেকে
স্মৃতির মাঝে দুঃখ কিছু, আবার কিছু হঠা পাওয়া
ফেরার নাকি ফেরারি বলো? অথবা শুধুই ফিরেই চাওয়া...
চাওয়া পাওয়ার মধ্যে কিছু জড়িয়ে থাকে খুব গোপনে
সব কথা কি বুঝেছে কে যে মেঘ জমে গহীন মনে!
গহীন সেই অতল যেন গান হয়েছে সাতটা সুরে
মাঝেমাঝেই এমনই হয় হঠা পাওয়া মেঘদুপুরে


মাঝেমাঝেই একলা লাগে মনখারাপের অচিনপুরে...

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই