Thursday, February 9, 2012

এ পরবাসে ২ -- পিয়াল

জন্মদিন চলে গেছে, তার নামে আনি মোমবাতি

নিভৃতে জ্বালিয়ে রাখি- কোনো এক মুহূর্তকে ঘিরে
যেখানে আঙুল ছুঁয়ে পড়েছিল অস্তগামী রোদ
তারই অনুতাপে শুধু গলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি ধীরে ... 

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই