ছবি: সুনন্দ |
আজকাল বারোমাস-
তোমার সবকিছুতেই দেখতে পাচ্ছি-
আমার সর্বনাশ
পুজার ছলে ভুলিয়ে রাখার দিন কবে শেষ হবে?
খেলাঘর বাঁধা অনেক হয়েছে সপ্তপদীটা কবে?
সেই যবে থেকে জল পড়েছিল পাতা নড়েছিল ধীরে...
নীল নবঘনে কথা দিয়েছিনু অনামী নদীর তীরে।
সত্যি হলুম বাক্যহারা
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল হয়তো
দিগন্তে তব কালো আঁখির ফাঁদ পেতেছিলে নয়তো
যাহোক সেসব দুঃখ করিনা এই করেছ ভাল
বাহুডোর কবে বরমালা হবে এবার জলদি বলো--
বঁধু কোন আলো তব লেগেছিলো চোখে
জানি না এখনো ঠিকঠাক,
দুঢোক কিংবা এক আধ টানেই
জানতে পারছো টুকটাক।
তারপর আছে ‘ফিরি’ এসএমএস দুই পয়সা পার মিনিট
বন্যা বোধহয় তবু বাঁধ মানে - তোমার দেখছি নো লিমিট !
ভাবনা-যাতনা ঠিক কাকে বলে বুঝে গেছি সখী আজ
হার মানা হার গলায় দিয়েছি তোমার নতুন সাজ।
গোলাপ নিজেকে ভেবেছিলো দেব, ভুল দেখেছিলো দৃষ্টি
গিফট ভেবেছিলো সেই বুঝি দেব -
হেসেছিলে প্রিয়া মিষ্টি ।