সন্তানস্নেহে ক্লান্ত শহর ডানা মেলে
বসে থাকে চুপ,
আমি আর তুমি আর বন্ধুতা মিলে,
কোনো সাবেকি ভালবাসা, আখেরে অতীত হয়-
ঝরা কিছু কবিতার টাপুর টুপুর টুপ!
নিরাকার ব্রহ্ম রীতিতে,
বাসর সাজিয়ে রোজ ধুলো বালি ঘাঁটি,
বেয়াকুব রাতের রীতিতে,
মাতাল নগর পথ কিছু কিছু খাঁটি!
এইভাবে আলো নেমে আসে...
আমি আর তুমি আর el –dorado তে,
রক্তকরবী হাতে,
নন্দিনী রোজ একা তবু ভিড় করে,
কবিতারা আলো খুঁজে নেয়!
বার বার...সাড়ে চার বার!!!