Wednesday, August 3, 2011

বৃষ্টি- মঙ্গল -- নীলেশছবি: সুনন্দ

বৃষ্টি, মনে আছে তোমার ছোটবেলা?
একমাথা বন্যা আর সাদা ফ্রকে ঘেরা,
নিজেকে না চিনে ইতিউতি ভাবা-
আনন্দের রেজাল্ট, দূরে বাড়ির বাইরে যাওয়া?

নিঝুম দুপুর, ঝোড়ো বর্ষার নিঝুম চিলেকোঠা?
শেষবেলাতে, মায়ের আঁচলে মেঘ ভেঙ্গে ঝরে পড়া?

মনে রেখেছো তোমার প্রথম প্রেম?
শ্বশুরবাড়ির প্রথম সন্ধ্যাবেলা?
প্রথম ভিক্ষা, প্রথম দান, প্রথম বাসি হওয়া?
ভীষণ ঝড়ের রাতের চিৎকার ভয় পাওয়া?
পর্বতশিখরে দাঁড়িয়ে একা অপেক্ষার শেষ চাওয়া?
আচ্ছা বৃষ্টি, মনে আছে, কবে আলোর ভালোবাসা?
ছবি: সুনন্দ


তোমার আলো তো অরণ্যে থাকে, ভীষণ গভীরবন!
নিরাবরণ, হিংস্র শ্বাপদ, অর্কিড  দারুণ
বহু যুগ ধরে উত্তাপ দিয়ে আসছে যে আগুণ’!
যাবে না তুমি? পথ হারানোর ভয়?
সে পথ চলার দায় তোমার একার তো নয়!
এখন আলোয় সেজে বৃষ্টির আমার ভিজে যাবার সময়।

About Us | Site Map | Privacy Policy | Contact Us | Blog Design | কথা তো বলার জন্যেই