পৃথিবীর ছোট হয়ে যাওয়ায় ‘নাকি’ যখন প্রায় সম্পূর্ণ উবে
যেতে বসেছে, তখনও আমি তোমায় রেখেছি বহু দূরে। তোমার অপেক্ষার
নেশা এখনও যে আমার আকাশ জুড়ে। জানিনা এ কি এক মর্ষকামী চেতনা যে তোমায় কাছে পেয়েও আড়াল করি কোন এক হারিয়ে যাওয়া খাতার ভাঁজে। সে বন্ধ খাতা জুড়ে থাকে তোমার দীর্ঘশ্বাস, এদিকে আমার কল্পনাবিলাস...অবাক
নেশা এখনও যে আমার আকাশ জুড়ে। জানিনা এ কি এক মর্ষকামী চেতনা যে তোমায় কাছে পেয়েও আড়াল করি কোন এক হারিয়ে যাওয়া খাতার ভাঁজে। সে বন্ধ খাতা জুড়ে থাকে তোমার দীর্ঘশ্বাস, এদিকে আমার কল্পনাবিলাস...অবাক
লাগে জানো, আমরা কখনো ঝগড়া করিনি। প্রায়ই মনে পড়ে প্রথম
দিনের কথা। যেদিন তোমায় প্রথম দেখি, নীল আকাশ খেলে গিয়েছিল নদীর জলে। আমার পোড়া
চোখও জুড়িয়ে গিয়েছিল সেদিন। স্বীকার করি, সেদিনই প্রেমে পড়েছিলাম ... নিঃশব্দে।
মনে কথা জমেছিল, বুঝতে পারিনি। যখন বুঝেছি, বলতে গিয়ে ফিরে গেছি বারবার, কখনো সাহস
হয়নি বলে... কখনো বা সময় হয়নি তোমার । সব অতৃপ্তিই ঝরে গেছে তোমারই পাতায়, অবিরত,
হিসেব রাখিনি কেউ।
ছবির উৎস: লিঙ্ক |
হারিয়ে গেছে সে পাতা কোন এক দমকা বাতাসে অথবা ঝালমুড়ির ঠোঙা
হয়ে। সে ক্ষয়ে যাওয়া ইতিহাসের একমাত্র অবশেষ ... তোমার অপেক্ষা। তোমার জন্ম তো আমাতেই,
কৈশোর পেরিয়ে আজ বার্ধক্যর চৌকাঠ... ভাবতে অবাক লাগে না, সবই এই হৃদমাঝারে। অথচ, কত
আনন্দই না বাঁধ ভেঙ্গেছে, কত লুকনো চোখের জলই না ছাপিয়ে গেছে তোমার কোমল স্পর্শে...
আমার মন খারাপের রাতে। কত বিনিদ্র রাত্রি, কত শান্ত দুপুর ... মনে পড়ে তোমার... আমাদের
ভাঙা-গড়া-বাঁচা ... এসব ভুলে যাওনি তো ? এ অবহেলার ভালবাসাকে কখনো ঘৃণা করোনি তো?
ছবির উৎস: লিঙ্ক |
আজ-কাল-পরশু করে কেটে গেল প্রায় দু’দশক। আজ এতদিন পর, কোন
এক অচেনা নদীর ধারে দাঁড়িয়ে তোমায় তো আর নদীর বুকে হারিয়ে যেতে দেখিনা। রংচটা ছবির
মতো ঝাপসা হয়ে যাও তুমি। অসংখ্য প্রশ্ন ভিড় করতে থাকে মাথার ভিতর। একটা ভুল বোঝাবুঝি
দিয়ে যে পথে শুরু করেছিলাম, সে পথ কি শুধু স্মৃতিতেই মধুর ? “ভালো আছো তুমি ?” - শুধুই
কৌতূহল? আমার ভালো থাকা কি কেবলই তাগিদ ? মান-অভিমান কিছু শব্দ মাত্র ?
তুমি কোন উত্তর দাও নি। আসলে, কথা না রাখার যন্ত্রণা তো তোমার
বিলাসিতা। বলো তো, আমরা কি খুব বেশী কিছু চেয়েছিলাম? কি জানি। আচ্ছা, থাক সে কথা।
সময় বলছে, তোমার যাওয়া উচিত। তুমি যাও, “ভুবনে নিখিলের হও”। লীন হয়ে যাও আকাশে-বাতাসে।
হারিয়ে যাও কোন পুরনো খাতার ভাঁজে, অথবা উড়ে যাও ...। যদি কোনদিন প্রাণ কম পড়ে,
সেদিন এসো। শুধু সময়ের কাছে একটাই অভিযোগ, চিরদিন মাঝে মাঝে দেখা পাওয়ার প্রতিশ্রুতিটুকু
আজ কেড়ে নিলে। কিন্তু, সাত রঙ-র খামে যে রঙিন ইতিহাস আমরা সাজিয়েছি ... সেটাই কি
কম পাওয়া, বলো?