ছবি: সুনন্দ
|
ডুবন্ত একটা বিকেল খাদের ধারে
ঝুলছে
হারিয়ে যাবার ভয়ে ফ্যাকাসে হয়ে
আসা বিকেলের মুখ দেখে
খেয়াল হয় --
এই যে
বিকেলটা, -- আজ ঠিক এই
সময়
আমাকে ছেড়ে যাচ্ছে ;
এই যে
সময়টায় আমি তোমার সাথে
লেখায় লেখায় কথা বলছি;
এই যে
দিনটার কয়েক মুহূর্ত ভীষণভাবে
আমার একার, সত্যিই কি
হারিয়ে যাবে!!!
শিউরে উঠে বিকেলের বিবর্ণ
মুখের
ছায়া অনুভব করি নিজের
সত্ত্বায়...
প্রতিদিন, ঠিক প্রতিটা
দিনের মতো
ছবি: সুনন্দ
|
হাত বাড়ানোর চেষ্টা
করি খাদের দিকে -অন্তত একটা
বিকেল যদি বাঁচাতে পারি,
যদি ফিরে পাই হারানো
কিছু মুহূর্তের অস্তিত্ব।